MP Deb and Minister Javed Khan monitoring the flood situation at Ghatal
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: ঘাটালে চলমান বন্যা পরিস্থিতি পরিদর্শনে এলেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী (দেব) ও রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী জাভেদ খান। মঙ্গলবার তারা স্পিডবোটে চেপে ঘাটালের অজবনগর এলাকার বন্যাকবলিত স্থানগুলো পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন।
সাংসদ দেব বলেন, “শুধু আজ নয়, বছরের পর বছর ধরে ঘাটাল এই বন্যা পরিস্থিতির শিকার হচ্ছে। এই দুঃসময়ে মানুষের পাশে থাকা এবং কীভাবে সাহায্য করা যায়, সেটাই মূল লক্ষ্য। আমরা যতই মিডিয়ার সামনে ভাষণ দিই, যারা বাস্তবে জলের তলায় আছে, তারাই বোঝে কষ্টটা। প্রকৃতির উপর আমাদের হাত নেই, এখন মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”মন্ত্রী জাভেদ খান জানান, “প্রশাসনের পক্ষ থেকে বোটসহ প্রয়োজনীয় মেশিনারির ব্যবস্থা করা হয়েছে। এখানকার মানুষের যেকোনো প্রয়োজন মেটানো হবে। তবে এত বড় বন্যা মোকাবেলা করতে সময় লাগবে।
ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী এলাকা পরিদর্শন করেছেন, জেলা প্রশাসনের আধিকারিকরা কাজ করছেন। আমরা প্রয়োজনে আবারও আসব। বন্যাকবলিত মানুষদের নিরাপদ স্থানে ফিরিয়ে আনার দায়িত্ব সরকারের।”মন্ত্রী ও সাংসদ এদিন বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন এবং তাদের সমস্যার কথা শোনেন।