এখনই শেয়ার করুন।
In Keshpur, the junior doctors of RGKOR stood knee-deep in water and distributed treatment and relief.

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: কলকাতা থেকে কেশপুরে এসে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ালেন আরজিকর মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা। কেশপুরের ১১ নম্বর অঞ্চলের কানাখালি গ্রামে গিয়ে হাঁটু সমান জলে দাঁড়িয়ে রোগীদের চিকিৎসা করলেন তারা। বন্যার কারণে এখনো এলাকায় জল জমে রয়েছে, যার ফলে গৃহবন্দী অবস্থায় রয়েছেন বহু মানুষ।

আরজিকরের জুনিয়র ডাক্তারদের দল ‘অভয়া ক্লিনিক’-এর সদস্যরা সেই গৃহবন্দী মানুষদের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেন। রোগীদের শারীরিক সমস্যা নিয়ে আলোচনা করেন এবং নানা ধরনের সাবধানতা অবলম্বনের পরামর্শ দেন। সেই সঙ্গে শুকনো খাবার, চার ডাল এবং প্রয়োজনীয় ওষুধও বিতরণ করেন তারা।

এই উদ্যোগে কেশপুরের কানাখালি গ্রামের মানুষরা বড় সাড়া পেয়েছেন, কারণ বন্যা পরবর্তী সময়ে এলাকায় শারীরিক সমস্যার প্রকোপ বাড়ছে। আরজিকরের জুনিয়র ডাক্তারদের এই প্রচেষ্টা কেবল চিকিৎসা পরিষেবা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল না, তারা মানবিকতার পরিচয় দিয়ে ত্রাণও বিতরণ করেছেন, যা স্থানীয় মানুষদের কাছে অত্যন্ত প্রয়োজনীয়।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *