এখনই শেয়ার করুন।
People's lives disrupted by continuous rain, crops under water, multiple areas flooded!

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: অতিবৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি একাধিক জেলায়। পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় একনাগাড়ে বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা, পিংলা, সবং,নারায়ণগড়,কেশিয়াড়ী, দাঁতন ,কেশপুর ও ঘাটালের বিস্তীর্ণ এলাকা এখন জলের তলায়। ডুবেছে মাঠঘাট রাস্তা, ফসলের জমি। মাথায় হাত কৃষকদের।সবং ব্লকের প্রায় ১৩ টি অঞ্চল জলমগ্ন পরিস্থিতি। অতি বৃষ্টির জেরে নদীতে জল বেড়েছে পাশাপাশি সবং ব্লকের একাধিক নিচু এলাকাগুলি পুরোপুরি ভাবে জলের তলায়।জেলার কেশপুর ব্লকের ২ নম্বর শীর্ষা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অকুলসাঁড়া, সিদ্ধেশ্বরী ও আকমুড়া সহ ৫ থেকে ৬ টি গ্রাম প্লাবিত।

কেশপুর ব্লকের উপর দিয়ে বয়ে যাওয়া কুবাই নদীর জল উপচে ঢুকতে শুরু করেছে ২ নং শীর্ষা গ্রাম পঞ্চায়েতের অকুলসাঁড়া, আকমুড়া, সিদ্ধেশ্বরী, পাখিরাপাড়া সহ ৫/৬ টি গ্রামে। ফলে প্লাবিত হচ্ছে একের পর এক গ্রাম। নদী পেরিয়ে যাতায়াতের কাঠের ব্রীজও জলের তলায়, ফলে বন্ধ যাতায়াত। নদী জল ঢুকে প্লাবিত হয়েছে প্রায় ৪/৫০০ বিঘা চাষজমি। ঘাটালে একাধিক নদীর জল বিপদ সীমার ওপর দিয়ে বইছে। পাকা রাস্তায় কোথাও এক হাঁটু তো কোথাও এক কোমর জল! যাতায়াতের মাধ্যম এখন ডিঙ্গি নৌকা।কালো মেঘের অশনি সংকেত দেখে আতঙ্কে দিন কাটছে এলাকাবাসীর।অন্য দিকে নারায়নগড় ব্লকের মকরামপুরের অস্থায়ী ব্রিজ ভেঙে গিয়ে ১২ থেকে ১৩টা গ্রামের যোগাযোগ সম্পন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।।কেশিয়াড়ীর কুলবনী,নছিপুর ,সেন্ট্রাল বাসস্ট্যান্ড সহ একাধিক এলাকা জলমগ্ন অবস্থায় ফলে বেশ কিছু বাড়িতে জল ঢুকে যাওয়ায় অস্থায়ী ভাবে বিভিন্ন স্কুলে বসবাস করছে এলাকাবাসী।

পাশাপাশি দাঁতনের বিভিন্ন এলাকা রাউতরাপুর,মহিষপুর সহ বিভিন্ন এলাকা জলের তলায়।পাশাপাশি ডেবরায় বিপদসীমার ওপর দিয়ে বইছে কাঁসাই নদী। ডেবরা ব্লকের সত্যপুর ট্যাবাগ্যেড়িয়া সহ কাঁসাই নদীর তীরবর্তী এলাকায় জল স্তর বৃদ্ধি পাওয়ার ফলে ধান ও সবজি চাষে ক্ষতির মুখে এলাকাবাসী। রুগ্ন কাঁচা বাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছেন বাসিন্দারা।সোমবার সেই সকল এলাকা পরিদর্শনে যান ডেবরার বিডিও প্রিয়ব্রত রাড়ী,সহ একাধিক আধিকারিকেরা।এক টানে বৃষ্টিতে জেলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, ঘাটাল এলাকায়। যেদিকেই চোখ যায়,সেদিকেই শুধু জল আর জল।

সোমবার ঘাটালের বিভিন্ন এলাকা পরিদর্শনে করেন জেলাশাসক খুরশেদ আলী কাদরী, পুলিশ অধিকারীক ধৃতিমান সরকার সহ অন্যান্য একাধিক উচ্চ পদস্থ আধিকারিক ও প্রশাসনের কর্মকর্তারা। ইতিমধ্যে জেলা প্রশাসনের উদ্যোগে কন্ট্রোল রুম খোলা হয়েছে। বিভিন্ন জায়গায় ত্রাণ কেন্দ্র খোলা হয়েছে।সব রকম পরিস্থিতির ওপর নজর রাখা হয়েছে জেলা প্রশাসনের তরফে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *