এখনই শেয়ার করুন।

High-level meeting to strengthen security in district hospitals.

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার লক্ষ্যে বৃহস্পতিবার একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। মেদিনীপুর মেডিক্যাল কলেজসহ জেলার সমস্ত মহকুমা হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতালের নিরাপত্তা বিষয় নিয়ে এই বৈঠকটি হয়।

জেলাশাসক খুরশিদ আলী কাদেরীর নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে জেলা পুলিশ সুপার, জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক, মেদিনীপুর মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল, সুপার এবং জেলার অন্যান্য হাসপাতালের সুপাররা উপস্থিত ছিলেন।সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জেলার সমস্ত হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।

বিশেষ করে, মেদিনীপুর মেডিক্যাল কলেজসহ বিভিন্ন হাসপাতালে কতগুলি সিসিটিভি ক্যামেরা লাগবে, শৌচাগার ও মহিলা চিকিৎসকদের রেস্ট রুমের জন্য কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা করা হবে, সেইসব বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক ডঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী জানিয়েছেন, এই বৈঠকে আলোচিত বিষয়গুলির উপর ভিত্তি করে খুব শীঘ্রই একটি বিস্তারিত প্রতিবেদন স্বাস্থ্য ভবনে পাঠানো হবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *