District Magistrate visited the area inhabited by Lodha Shabar
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর-২ ব্লকের মহেশপুরে লোধা শবর ও সংখ্যালঘু অধ্যুষিত গ্রাম পরিদর্শন করলেন পশ্চিম মেদিনীপুর জেলা শাসক খুরশিদ আলী কাদরী।
এদিন তিনি মিড ডে মিল, পানীয় জল সরবরাহ সহ বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পগুলির সরাসরি খতিয়ে দেখেন। এই গ্রামটি লোধা সবর এবং সংখ্যালঘু সম্প্রদায়ের বেশি বসবাস রয়েছে।এদিন জেলাশাসক পানীয় জল সরবরাহ, মধ্যাহ্ন ভোজন এবং আইসিডিএস সামাজিক কল্যাণ প্রকল্পগুলির আওতা সম্পর্কে খতিয়ে দেখেন।পাশাপশি তিনি স্থানীয় বাসিন্দাদের সাথে জনসেবা প্রদানের মান সম্পর্কেও আলাপচারিতা করেন।