Death of Trinamool Panchayat member due to lightning.
শান্তনু রায়,বেলদা: পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ির করাট গ্রামে শুক্রবার বজ্রাঘাতে এক তৃণমূল পঞ্চায়েত সদস্যের প্রাণহানি ঘটেছে। বেলা এগারোটা নাগাদ হঠাৎ বজ্রপাতে আহত হন কালীপদ সরেন (২৮)। তাঁকে উদ্ধার করে দ্রুত বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গগনেশ্বর পঞ্চায়েতের করাট বুথ এলাকার পঞ্চায়েত সদস্য ছিলেন কালীপদ। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি শ্রমিকদের সঙ্গে মাঠে ধান রোপণের কাজ করছিলেন। হঠাৎ বৃষ্টির সঙ্গে বাজ পড়লে অন্যরা আশ্রয় নেয়, কিন্তু কালীপদ অতিরিক্ত বীজতলা তোলার কাজে ব্যস্ত ছিলেন। এই সময় তাঁর ওপর বজ্রপাত হয়।কালীপদের মৃত্যুতে গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
তিনি এইবার প্রথম দলের টিকিটে জয়লাভ করেছিলেন। গগনেশ্বর অঞ্চল তৃণমূলের সভাপতি রামকৃষ্ণ খাটুয়া জানান, “আমরা একজন কর্মঠ সহকর্মীকে হারিয়েছি।”দেহ উদ্ধার করে বেলদা থানার পুলিশ খড়্গপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।