Protest meeting and march of Balichak civil society to demand speedy punishment of culprits in RG kar case.
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে বাংলা তথা সমগ্র বিশ্বে। দিকে দিকে চলছে বিক্ষোভ, আন্দোলন। সাধারণ মানুষ থেকে শুরু করে , চিকিৎসক, আইনজীবী সকলেই প্রতিবাদ এবং বিক্ষোভ দেখাচ্ছেন।
নির্যাতিতার ন্যায়বিচার ও অভিযুক্তের শাস্তির দাবিতে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার বালিচকে প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল করে বালিচক সভ্য নাগরিক সমাজ । এদিন আওয়াজ তোলা হয়, যত দ্রুত সম্ভব চিকিৎসক খুনের কিনারা করে দোষীদের বিরুদ্ধে কড়া শাস্তি দিতে হবে। অভয়ার বিচার চাই ” এদিন এই প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন কয়েকশো এলাকাবাসী।