BJP’s National Highway Blockade to demand Chief Minister’s resignation over RG KAR issue.
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: আর.জি কর ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালে বিজেপি। শুক্রবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার মকরামপুরে আরজি করের ঘটনায় দোষীদের শাস্তির দাবি, প্রমাণ লোপাট ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে খড়গপুর বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো নারায়ণগড়ের বিজেপির এক নম্বর মন্ডলের কার্যকর্তারা।
এদিন প্রথমে মকরামপুর হাসপাতাল থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মকরামপুর বাজার পরিক্রমা করে পরে ১৬ নম্বর জাতীয় সড়ক উপর অবস্থানে বসে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। উপস্থিত ছিলেন নারায়ণগড় এক নম্বর মন্ডল সভাপতি বিশ্বজিৎ দে,মেদিনীপুর লোকসভার কনভেনার দেব গোপাল বেরা।