শ্রীকান্ত ভূঞ্যা :-দাসপুরে বিজেপি শিবিরে বড় ভাঙ্গন, তৃণমূলের দাবি ক্ষতির মুখে পড়বে গেরুয়া শিবির।একের পর এক বিরোধী শিবিরে ভাঙ্গন, সারা রাজ্যসহ দাসপুরেও। ১৪ আগস্ট দাসপুর -২ ব্লকের অন্তর্গত বেনাই গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রাক্তন সদস্য ভূপতি ফদিকার সহ আরো ৩৯ জন বিজেপি কর্মী আজ সোনাখালীতে তৃণমূলের বর্ধিত সভায় যোগদান করেন ওই ব্লকের তৃণমূলের সভাপতি সৌমিত্র সিংহ রায়ের হাত ধরে। জানা যায় সদ্য তৃণমূলে যোগদানকারী ওই সমস্ত কর্মীরা বেনাই জিপির ৯০ নম্বর বুথের সক্রিয় কর্মী ছিল। এদিন ওই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল ব্লক সভাপতি তথা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য সৌমিত্র সিংহ রায়,ঘাটাল সাংগঠনিক জেলার সহ-সভাপতি অজয় চক্রবর্তী সহ দাসপুর ২ব্লক তৃণমূলের অন্যান্য নেতৃত্ববৃন্দ। সদ্য তৃণমূলের পতাকা নারী প্রাক্তন গেরুয়া কর্মী ভূপতি ফাদিকার বলেন বিজেপি মিথ্যার ওপর ভর করে চলা দল। আমরা মানুষের পাশে থাকতে চাই তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে চাই।