Four teenagers drowned in Shilavati river in Garbeta, 1 missing.
সুদীপ প্রধান, পশ্চিম মেদিনীপুর: সোমবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় গনগনি শিলাবতী নদীর ঘাটে ৪ কিশোর নদীতে ডুবে যাওয়ার ঘটনায় এলাকা তোলপাড়। স্থানীয়দের তৎপরতায় তিনজনকে জীবিত উদ্ধার করা হলেও, একজন কিশোর এখনও নিখোঁজ রয়েছে।নিখোঁজ কিশোর আমলাগোড়া স্টোর পাড়ার বাসিন্দা। এদিন শেষ সোমবার উপলক্ষে শিবের মাথায় জল ঢালতে তারা একত্রে নদীতে নামে। দুর্ঘটনার জেরে গোটা এলাকা শোকাহত।
এদিকে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে গড়বেতা থানার পুলিশ ও বিডিও আধিকারিক। ডুবুরি নামিয়ে নদীতে তল্লাশি শুরু হয়েছে। নিখোঁজ কিশোরের নাম আমন প্রসাদ, বয়স আনুমানিক (১২)।স্থানীয়রা কিশোরদের ডুবে যাওয়ার খবর পেয়েই তাড়াতাড়ি ঘটনাস্থলে ছুটে যায়। তাদের প্রচেষ্টায় তিনজনকে উদ্ধার করা সম্ভব হয়। তবে আমনকে এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
মনে করা হচ্ছে, নদীতে গভীরতা এবং তীব্র স্রোত থাকায় অসাবধানতাবশত এই দুর্ঘটনা ঘটেছে।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ ত্বরান্বিত করেছে। ডুবুরিরা নিখোঁজ কিশোরকে খুঁজতে অবিরত চেষ্টা চালাচ্ছে।