A terrible accident on the way to the Shiva temple! 5 devotees died.
সংবাদ জনকন্ঠ ডেস্ক: সকালে শিব মন্দিরে জল ঢালতে যাওয়ার পথে একটি মর্মান্তিক দুর্ঘটনায় পাঁচজন ভক্তের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বাগডোগরা নকশালবাড়ি এলাকায়। রাস্তার ধারে হাঁটতে থাকা একদল তীর্থযাত্রীকে একটি দ্রুতগতির স্কর্পিও গাড়ি ধাক্কা মারলে এই ঘটনা ঘটে।
এই ভক্তরা একদল হয়ে মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করছিলেন। স্থানীয় বাসিন্দা এবং জরুরি সেবা কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন, কিন্তু দুর্ভাগ্যবশত, কয়েকজন তীর্থযাত্রী ঘটনাস্থলেই মারা যান।বাকি আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, স্কর্পিও গাড়ির চালক হয়তো ঘুমিয়ে পড়ায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। প্রশাসন বিষয়টির তদন্ত শুরু করছে। ভক্তদের মৃত্যুতে শোকাহত এলাকাবাসী।