শ্রীকান্ত ভূঞ্যা:-
এই বছর দ্বিতীয় বর্ষে পদার্পণ করতে চলেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের আড়খানা খুকুড়দহ গ্রামের ইলেভেনস্টার ক্লাবের শারদীয়া উৎসব। পুজোর আগে ই সাড়ম্বরে খুঁটি পুজো সমাপ্ত করলো ক্লাবের সদস্যরা আড়খানা খুকুড়দহ দুর্গোৎসব কমিটির সভাপতি অমল মল্লিক জানান এই বছর তাদের পূজোর থিম হলো আশির দশকে পর্দা কাঁপানো বাংলা ছায়াছবি একান্ত আপন এর বহুল চর্চিত ভবন এবং আনুষাঙ্গিক থিম।
পুজো কমিটির অন্যতম সদস্য সদানন্দ পাত্র জানান এলাকার মানুষকে একটু নস্টালজিক অনুভূতি উপহার দিতেই এ বছর আমরা এমন থিমটি বেছে নিয়েছি।
প্রথম বছর সামান্য পরিকাঠামোর মধ্য দিয়েই আমরা শুরু করেছিলাম পথচলা এই বছর সকলের সহযোগিতায় আমরা দ্বিতীয় বর্ষ পদার্পণ করতে সক্ষম হয়েছি।