পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার সীতাপুর গ্রামে কয়েকদিন ধরে চুরির ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসীরা। বৃহস্পতিবার ভোর রাতে এক যুবককে চুরির অভিযোগে হাতেনাতে ধরে গাছের সাথে বেঁধে রাখে।স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে গ্রামের একাধিক বাড়িতে চুরির ঘটনা ঘটে চলেছিল।
গ্রামবাসীদের সন্দেহ ছিল গ্রামেরই এক যুবকের উপর। এরপর আজ ভোর রাতে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে সেই যুবক।উত্তেজিত জনতা তাকে গাছের সাথে বেঁধে রাখে এবং তার কাছ থেকে নগদ ৫৩০০ টাকা ও বেশ কয়েকটি রুপোর গহনা উদ্ধার করে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দাসপুর থানার পুলিশ যুবকটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করছে। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।