শনিবার দুপুর নাগাদ 60- নং জাতীয় সড়ক সংলগ্ন বেলদা থানার রাণীসরাই এলাকায় একটি মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন গুরুত্বর আহত হয়েছেন।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেলদা থেকে দাঁতন যাওয়ার সময় একটি মোটরসাইকেলে দুজন যাত্রী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি স্কুটিতে ধাক্কা মারে। ধাক্কায় মোটরসাইকেলের আরোহী দুজন ছাড়াও স্কুটি চালকও গুরুত্বর আহত হয়।
দুর্ঘটনার পরেই স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে বেলদা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা জানিয়েছেন, তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।এদিকে খবর ঘটনাস্থলে পৌঁছয় বেলদা থানার পুলিশ। তারা দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, জাতীয় সড়কে যানবাহন চালানোর সময় সতর্কতা অবলম্বন করা উচিত। নিয়ম মেনে চললে এবং সতর্ক থাকলে এধরণের দুর্ঘটনা এড়ানো সম্ভব।