কতদূর ছড়িয়েছে নিটের নেট। তা খুঁজে বার করতে তৎপর হয়ে উঠেছে সিবিআই। ইতিমধ্যেই নেটে প্রশ্ন ফাঁস কাণ্ডে বিহার থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে সিবিআই। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় প্রশ্ন বিক্রি থেকে শুরু করে উত্তরপত্র চড়া দামে বেচার মতন কর্মকাণ্ডে জড়িত ছিলেন এরাই। নেটওয়ার্ক বিস্তৃত ছিল বিহার থেকে উত্তর প্রদেশ পর্যন্ত। এই ঘটনায় এখনো পর্যন্ত আটজনকে হেফাজতে নিয়েছে বিহার পুলিশ।
বিহারের শাস্ত্রী নগর থানার পুলিশ যাদেরকে গ্রেপ্তার করেছেন তাদের মধ্যে অমিত আনন্দ, আয়ুস রাজ, নিতিশ কুমার, অখিলেশ, সিকান্দার, এবং বিট্টু। এদের সকলকেই হেফাজতে নিতে চায় সিবিআই। এদের কাছে প্রশ্ন ফাঁসের বড় চাবিকাঠি রয়েছে বলেও দাবি সিবিআই এর।
বাকিরা এই ঘটনার সঙ্গে পরোক্ষভাবে জড়িত রয়েছেন বলে মনে করছে সিবিআই। এই ৬ জনকে হেফাজতে নিয়ে তাদের দফায় দফায় জেরা করা হবে। নতুন করে ৮ জনের নামে এফআইআর দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই পাটনা আদালতের কাছে আবেদন জানিয়েছে সিবিআই। অবিলম্বে ধৃতদের হেফাজতে নেওয়ার ব্যবস্থা করতে চায় তারা।
বলা বাহুল্য সিবিআই তদন্তে অনেকটাই গতি এনেছে। এই ঘটনায় মহারাষ্ট্র পুলিশের সঙ্গেও যৌথভাবে অভিযান চালাবে সিবিআই। প্রসঙ্গত নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস দুর্নীতিতে তোলপাড় গোটা দেশ। তৃতীয় এন ডি এ সরকার গঠন হতেই মুখ পুড়েছে সরকারের।