অবশেষে অপেক্ষার অবসান ৷ মঙ্গলবার বারাণসী থেকে পিএম কিষাম সম্মান নিধি যোজনার ১৭তম কিস্তির টাকা জারি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এর জেরে সরকারের ২০ হাজার কোটি টাকা খরচ হতে চলেছে, উপকৃত হবেন ৯.৩ কোটি কৃষকরা ৷ আর প্রধানমন্ত্রী কথা রাখতেই তাঁর জন্যে উচ্ছ্বাসা প্রকাশ করলেন অভিনেত্রী সাংসদ কঙ্গনা রানওয়াত।পিএম কিষান কেন্দ্র সরকারের অত্যন্ত জনপ্রিয় একটি স্কিম ৷
এই যোজনায় কৃষকদের প্রতি চার মাস অন্তর ২০০০ টাকা আর্থিক সাহায্য প্রদান করা হয়, অর্থাৎ বছরে ৬০০০ টাকা ৷ প্রথম কিস্তি এপ্রিল- জুলাই মাসে, দ্বিতীয় কিস্তি অগাস্ট-নভেম্বর, তৃতীয় কিস্তি ডিসেম্বর-মার্চে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হয়ে থাকে ৷এর আগে ২৮ ফেব্রুয়ারি যোজনার ১৬তম কিস্তির টাকা ট্রান্সফার করা হয়েছিল। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বিশ্বের বৃহত্তম ডিবিটি প্রকল্পগুলির মধ্যে একটি। এই প্রকল্পের আওতায় সারা দেশে কোটি কোটি কৃষককে আর্থিক সুবিধা দেওয়া হচ্ছে। কৃষকরা তাদের কৃষি সংক্রান্ত কাজের জন্য প্রধানমন্ত্রী কিষাণ যোজনার টাকা নেয়।
এবার এই প্রকল্পের আওতায় প্রায় ৯.২৬ কোটি কৃষক আর্থিক সহায়তা পাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বোতাম টিপে কৃষকদের অ্যাকাউন্টে ২০ হাজার কোটি টাকা স্থানান্তর করেছেন।আপনি কি এই যোজনার সুবিধাভোগী? তাহলে অবশ্যই এই ভাবে চেক করে নিন আপনার স্ট্যাটাস ৷
১. এর জন্য প্রথমে পিএম কিষানের অফিশিয়াল ওয়েবসাইটে pmkisan.gov.inযেতে হবে ৷
২. এরপর পেজের ডান দিকে থাকা ‘Know Your Status’ ট্যাবে ক্লিক করতে হবে ৷
৩. রেজিস্ট্রেশন নম্বর এবং ক্যাপচা কোড দেওয়ার পর ‘Get Data’-তে ক্লিক করতে হবে ৷
৪. আর তাতেই আপনার স্ক্রিনে স্ট্যাটাস দেখতে পারবেন ৷ এই ঘোষণার পর বেশ উচ্ছ্বসিত হয়েছেন কৃষকরা, বলেই মনে করা হচ্ছে।