ভোটের দিনে এক মহিলাকে কটূক্তি ও মারধর করার অভিযোগ দায়ের ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুর বিরুদ্ধে। গড়বেতা থানায় অভিযোগ দায়ের হয়েছে। তার ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩০৭, ৩২৬ ও ৩৫৪ ধারায় মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ।
এর প্রেক্ষিতে প্রণত বলেন, ‘‘সে দিন কী ঘটনা ঘটেছিল, তা সকলে দেখেছেন। মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে তাঁকে”।গত শনিবার ঝাড়গ্রামে ভোটগ্রহণের দিন তিনি নিজে তৃণমূলের হামলার শিকার হয়েছিলেন বলে দাবি করেছিলেন প্রণত। তাঁর নিরাপত্তারক্ষীরাও জখম হয়েছিলেন বলে অভিযোগ। গড়বেতা হাসপাতালে চিকিৎসার পরেও এলাকায় ঘুরে বে়ড়াতে দেখা হিয়েছিল প্রণতকে। তাঁর দাবি, ওই দিন গড়বেতা থানা ও নির্বাচন কমিশনেও অভিযোগ জানিয়েছিলেন। আবার ভোটের দিন প্রণতের বিরুদ্ধেও একটি অভিযোগ দায়ের হয়েছিল। তৃণমূল কর্মী মানিক পাঠান সেই অভিযোগ দায়ের করেন।
পুলিশ সূত্রে খবর, তার ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। প্রণতের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, গড়বেতার মঙ্গলাপাতা এলাকায় ভোট দিয়ে ফেরার সময় এক মহিলাকে কটূক্তি করেছেন। প্রতিবাদ করায় ওই মহিলাকে মারধরও করা হয়েছে। সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। প্রণত অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন। তাঁকে ফাঁসানো হয়েছে বলেই দাবি করছেন বিজেপি প্রার্থী প্রণত টুডু।যদিও এই বিষয়ে কোনও তৃণমূল নেতার কোনও প্রতিক্রিয়া মেলেনি।