শনিবার ষষ্ঠ দফায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হল। সকাল সকাল ভোট দিতে হাজির হয়েছেন। কমিশন থেকে দেওয়া স্লিপের্ নির্দেশ অনুযায়ী বুথে গিয়ে হাজির হয়েছেন স্থানীয় মানুষ জন। সামনে গিয়ে অবাক সকলে! পশ্চিম মেদিনীপুর জেলার সবং বিধানসভা কেন্দ্রে বেশ কিছু বুথকে সাজিয়ে তোলা হয়েছে থিমের আদলে।
ভোটারদের আকর্ষণের জন্য এমন অভিনব উদ্যোগ বলে জানা গিয়েছে।ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত সবং কেন্দ্রে বেশ কয়েকটি বুথকে মডেল বুথ হিসেবে সাজিয়ে তোলা হয়েছে। সবং বিধানসভার হরিরহাট ১৩৪ নম্বর বুথ বিবাহ বাড়ির আদলে গড়ে তোলা হয়েছে। মূলত বুথে ভোটারদের আকর্ষণ করার জন্য রয়েছে একাধিক আয়োজন।
ভোটারদের সুবিধার পাশাপাশি মায়েদের এবং শিশুদের বসার জায়গা সহ একাধিক ব্যবস্থা রয়েছে।এমন অভিনব বুথে ভোট দান করতে পেরে মুখে চাওড়া হাসি ফুটেছে স্থানীয় ভোটারদের।