আবারো শীতলকুচিতে চলল গুলি। ভোট শেষ কিন্তু অশান্তি শেষ নয়। শীতলকুচি ব্লকের লালবাজার গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান অনিমেষ রায়কে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় তার হাঁটুর উপরে গুলি লাগে বলে জানা গিয়েছে। বর্তমানে তিনি কোচবিহার শহরের একটি বেসরকারি হাসপাতালে আশঙ্কা জনক অবস্থায় চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে অনিমেষ লাল বাগান চৌপথি এলাকায় সাংগঠনিক মিটিং সেরে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। অতর্কিতে গুলি চালানো হয় তার ওপরে। চিৎকার এবং প্রচন্ড জোরে গুলির আওয়াজ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা তারা অনিমেষ বাবুকে উদ্ধার করে শীতলকুচি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।
সেখানে তার অবস্থা গুরুতর হওয়ায় পরবর্তীতে তাকে কোচবিহার শহরের বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে খবর তার হাঁটুর উপরে গুলি লেগেছে। এই ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত তা এখনো স্পষ্ট না হলেও বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল শিবির। যদিও এই ঘটনায় বিজেপির তরফ থেকে কোনরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।এদিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শীতলকুচি থানার পুলিশ।