মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে গেল দুই সন্তানের মা। স্বামীর আক্রোশের বলি হলেন স্ত্রী। তিন দিন ধরে নার্সিংহোমে মৃত্যুর লড়াই শেষ হল শুক্রবার রাতে।
অভিযোগ স্বামী মাদকাসক্ত ছিলেন। স্বামীকে বারবার মাদক সেবনে বাধা দিয়েছিলেন স্ত্রী। আর তাতেই স্ত্রীর মুখে বিষ ঢেলে দিয়েছিলেন স্বামী। সঙ্গে ছিলেন শ্বশুরবাড়ি সদস্যরা। চঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতে। অভিযোগ উঠেছে স্বামী শ্বশুর এবং শাশুড়ির বিরুদ্ধে ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। এদিকে অভিযুক্তদের কঠোর শাস্তি দাবী তুলেছেন মেয়ের পরিবারের লোকজন। প্রায় বছর সাথে আগে হরিশ্চন্দ্রপুর থানার সালালপুর গ্রামের আশরাফুল হকের মেয়ের সাথে বিয়ে হয় পার্শ্ববর্তী গ্রামের শাহেনশা আলীর।
বিয়ের পর থেকে মাদক সেবন করতেন শাহেনশা। টাকা জোগাড় করতে স্ত্রী এবং দুই সন্তানদের উপরে অকথ্য অত্যাচার চালাতেন। গ্রামের সালিশি সভা ডাকা হয় কিন্তু সমাধান সূত্র বেরিয়ে আসেনি। শেষ পর্যন্ত গত রবিবার স্ত্রীকে কীটনাশক খাইয়ে দেয় এরপর তাকে মারধর করে বলে অভিযোগ। এমনকি পরে তার মৃত্যু নিশ্চিত করার জন্য মুখে বিষ ঢেলে দেওয়া হয়।। গ্রামবাসীরা তাকে হাসপাতালে নিয়ে যায় সেখানে অবস্থা আশঙ্কাজনক হলে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আইসিইউ কক্ষে ৩ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে লড়াই থেমে গেল আদরি।