হাসপাতালের লকাপ থেকে পালিয়ে গেল বিচারাধীন বন্দি।হুলুস্থুল কান্ড রায়গঞ্জে। রায়গঞ্জ মেডিকেল কলেজের লকাপ থেকে পালিয়ে গেল বিচারাধীন বন্দি।
প্রশাসনের অব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কিভাবে সকলের চোখ এড়িয়ে পালিয়ে গেল ওই বন্দি তা নিয়ে শুরু হয়েছে চাপানো তোর। পুলিশ সূত্রে খবর ওই বন্দীর নাম ইমদাদুল হক তার বাড়ি রায়গঞ্জের রাঢ়িয়ায়। গত রবিবার সকালে পুলিশ তাকে গ্রেফতার করে তার বিরুদ্ধে কেবল টিভির তার চুরীর অভিযোগ উঠেছিল। বিভিন্ন প্রান্ত থেকে কেবল টিভির তার চুরি করতেন ওই বন্দি বলে জানা গিয়েছে। আদালতের নির্দেশে তাকে রায়গঞ্জ জেলা সংশোধনাগারে রাখা হয়েছিল।
সেখানে তার শারীরিক অসুস্থতার কারণে তাকে নিয়ে আসা হয় রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে। মিষ্টির জন্য নিরাপত্তার মধ্য দিয়ে তাকে নিয়ে আসা হয় রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসকের পরামর্শর মতন তাকে ইউ এসজি করানোর কথা বলা হয়। এরপর তাকে ইউএসজি করাতে নিয়ে আসার সময় সুযোগ বুঝে তিনি পালিয়ে যান বলে অভিযোগ।