চলছে তৃতীয় দফার নির্বাচন। নির্বাচনের কেন্দ্র যখন মুর্শিদাবাদ তখন সেখানে অশান্তি হবে না, তা কি হয়। জঙ্গিপুর লোকসভায় বিজেপির প্রার্থী এবং ব্লক তৃণমূল সভাপতি মধ্যে রীতিমতো হাতাহাতির পরিস্থিতি। জঙ্গিপুর লোকসভা তে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে আর এই অভিযোগ শুনে বিজেপি প্রার্থীর সঙ্গে বাক বিতন্ডায় জড়িয়ে পড়লেন রঘুনাথগঞ্জের তৃণমূলে ব্লক সভাপতি গৌতম ঘোষ।
জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত মীরগ্রাম প্রাথমিক বিদ্যালয় ৪৪ নম্বর বুথে বিজেপির প্রার্থীর সঙ্গে তৃণমূল ব্লক সভাপতি হাতাহাতির পরিস্থিতি। শেষ পর্যন্ত পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের অভিযোগ তিনি রুটিন মত বুথ পরিদর্শন করতে এসেছিলেন। সেখানে এসে তিনি দেখেন, তৃণমূলে ব্লক সভাপতি ভোটারদেরকে প্রভাবিত করছেন। তাদের তৃণমূলে ভোট দেওয়ার জন্য উত্তপ্ত করছেন।
এদিকে এই নিয়ে বলতে গেলেই গৌতম ঘোষ এবং ধনঞ্জয় ঘোষের মধ্যে শুরু হয়ে যায় হাতাহাতির পরিস্থিতি।। শেষ পর্যন্ত দুজনের এই কোন্দল মেটাতে মাঠে নামতে হয় কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশকে। দুজনকে নিরস্ত্র করে পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। যদিও বিজেপি প্রার্থীর তোলা এই অভিযোগকে নস্যাৎ করেছেন তৃণমূলের নেতৃত্বরা।