এখনই শেয়ার করুন।

সন্দেশখালি কাণ্ডে পাল্টা সুর চরাতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। দলের স্থানীয় নেতাদের বিরুদ্ধে ওঠা অভিযোগকে বঙ্গবিরোধী প্রচার হিসেবে উল্লেখ করতে এবার আইনি পদক্ষেপের দাবি তুলেছে তৃণমূল। বিজেপি শাসিত রাজ্য গুলির আইন-শৃঙ্খলা নিয়ে কেন্দ্রীয় রিপোর্টকে তুলোধোনা করেছে রাজ্যের শাসক দল।

মন্ত্রী শশী পাঁজা ও রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ দলের স্থানীয় নেতাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ কার্যত নস্যাৎ করে দিয়েছেন। তাদের অভিযোগ, সন্দেশ খালি কে কেন্দ্র করে চরম কুৎসা চলছে রাজনৈতিক নাটক করছেন কেউ কেউ। কেউ অন্যায় বা জুলুম করলে প্রশাসন ব্যবস্থা নেবে নিচ্ছেও। কিন্তু এটা নিয়ে বঙ্গ বিরোধী প্রচার চলছে তার দাবি কেন্দ্রের বিভিন্ন রিপোর্ট বলছে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার জঙ্গল রাজ চালাচ্ছে।

সন্দেশখালি ঘটনা সিবিআই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এবার মুখ্য নির্বাচনী আধিকারিককে সিবিআই এর বিরুদ্ধে নালিশ করেছে তৃণমূল। নির্বাচনের দিন তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তিকে কলঙ্কিত করার চেষ্টা কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে। সিবিআইকে নির্দিষ্ট গাইড লাইন মেনে কাজ করবার নির্দেশ দেওয়ার দাবি মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরকে জানালো তৃণমূল কংগ্রেস।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *