রাজ্য এবং কেন্দ্রের মধ্যে দ্বন্দ্ব বাংলার মানুষের জন্য বিপদ ডেকে আনছে। রায়গঞ্জে এসে এমনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা অভিনেতা দেবের। বরাবর সচেতন এবং সমঝদার মানুষ হিসেবে নিজের কৃতিত্ব রেখেছেন দেব। শান্তির বার্তা দিয়ে এসেছেন। রাজনীতি যখন কুকথায় পরিপূর্ণ সেই সময় বারবার সৌহার্দ্য বজায় রাখার ইঙ্গিত দিয়েছেন দেব। জয় শ্রীরাম শুনে তেড়ে যান নেই বরং গলা মিলিয়েছেন।
মঙ্গলবার রায়গঞ্জ ও বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে প্রচার করেন তিনি। বুধবার ওই দুই কেন্দ্রে তিনি প্রচার করেন। নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের রায় রাজ্যের প্রায় 26000 শিক্ষক এবং অশিক্ষক কর্মী চাকরি হারিয়েছেন। অথৈ জলে পড়েছেন তারা। এই প্রসঙ্গে এদিন ঘাটাল লোকসভার তারকা প্রার্থী দেব বলেন, “যারা পড়াশোনা করে চাকরি পেয়েছিলেন তাদের চাকরি চলে যাওয়াটা কখনোই মেনে নেওয়া যায় না এটা মানবিক নয়।”
চাকরি হারিয়ে যাওয়া চাকরি প্রার্থীরা এবার আন্দোলনে নেমেছেন তাদের সেই আন্দোলনকে সম্পূর্ণভাবে সমর্থন করবেন বলে জানিয়েছেন তারকা প্রচারক।