নানান প্রতিকূলতার মাধ্যমে সম্পন্ন হয়েছে আলিপুরদুয়ার লোকসভা আসনের বিভিন্ন বুথে ভোট। কোথাও ট্রেকিং করে ভোটকেন্দ্রে পৌঁছেছেন ভোট কর্মীরা আবার কোথাও স্যাটেলাইট ফোনের মাধ্যমে করা হয়েছে যোগাযোগ। নির্বাচন কমিশনের কাছে সমস্ত তথ্য পৌঁছে দেওয়া হয়েছে। কিন্তু এত প্রতিবন্ধকতার মাধ্যমেও ভোট সম্পন্ন হয়েছে নির্বিঘ্নে।
কোন কোন জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গিয়েছে। সেসব ছাড়াও মোটের উপর শান্তিপূর্ণ হয়েছে ভোট। আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় ডিসিআরসি স্ট্রং রুমে সিলবন্দি করে রাখা হয়েছে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের সমস্ত বুথের ইভিএম।
নিজেদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করেছেন ভোটাররা আর তাদের সেই অতি মূল্যবান ভোট বন্দি করে রাখা হয়েছে। রয়েছে কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র নিরাপত্তা। আগামী চৌঠা জুলাই ভোট গণনা । ইভিএম বের করা হবে স্ট্রং রুম থেকে শুরু হবে ভোট গণনা। ভোট কর্মীরা রয়েছেন ঘটনাস্থলে। শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী নয় রয়েছে রাজ্য পুলিশের আধিকারিকরাও।