সংবাদ শিরোনামে আবারো উঠে এসেছে শীতলকুচি। একসময় এই উত্তপ্ত শীতলকুচিতেই পড়েছিল বোমা গুলি। এবার শীতলকুচিতে বিজেপির পোলিং এজেন্টকে অপহরণের অভিযোগ। অভিযোগের আঙুল তৃণমূলের বিরুদ্ধে।
শীতল কুচিতে বিজেপির ২২১ নম্বর বুথের পোলিং এজেন্ট বিশ্বনাথ পালকে অপহরণের অভিযোগ। যদিও বিডিও রিপোর্টে উল্লেখ করা হয় তাকে অপহরণ করা হয়নি। পুলিশ প্রশাসন তাকে উদ্ধার করেছে। এদিকে বিশ্বনাথ পালের দাবি তাকে অপহরণ করা হয় এবং সেই সংক্রান্ত ভিডিও ক্লিপিং জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছে। বিজেপির অভিযোগ সারারাত ধরে ওই এলাকায় তাণ্ডব চালিয়েছে তৃণমূলের বাইক বাহিনী। তারা সাধারণ মানুষকে ভীত এবং সন্ত্রস্ত করে রেখেছে। তারাই বিজেপি কর্মী তথা বিজেপির পোলিং এজেন্টকে আটকে রেখেছিল। যদিও বিজেপির এজেন্টকে উদ্ধার করে পুলিশ।
একুশের পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য বারবার শীতলকুচিতে শান্তি কামনা করছেন শীতলকুচিবাসী। কিন্তু তার মাঝেই বিজেপীর পোলিং এজেন্টকে অপহরণ করার অভিযোগ। ভোটে অশান্তি করতে এবং সাধারণ মানুষ যাতে বিজেপিকে ভোট দিতে না পারে তার জন্যই এই ঘৃণ্য চক্রান্ত করেছে তৃণমূলের বাইক বাহিনী বলে অভিযোগ বিজেপির।
যদিও এই ঘটনার দায় সম্পূর্ণ ভাবে অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।