রাম নবমির মিছিল ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের শক্তিপুর। রামনবমীর মিছিলে হিংসার ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে যান অধীর রঞ্জন চৌধুরী। হাসপাতালে পৌঁছতেই তাকে ঘিরে স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মীরা। বিক্ষোভের মুখে পড়তেই মেজাজ হারিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। এক বিজেপি কর্মীকে ধাক্কা মারার অভিযোগ অধীরের বিরুদ্ধে। আর তাতে আরও তেঁতিয়ে ওঠে পরিবেশ। বুধবার রাতে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের ধুন্ধুমার বাঁধে। অভিযোগ অধীর চৌধুরী আসার পরেই বিজেপি এবং কংগ্রেস কর্মীদের মধ্যে নাকি তর্কাতর্কি এবং বাকযুদ্ধ চলছিল।
অধীরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মীরা, প্রথমে তার নিরাপত্তারক্ষীরা ধাক্কা দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। অধীর চৌধুরী বলেন তিনি কোনভাবেই সাম্প্রদায়িক দাঙ্গা মানবেন না ধর্মের বিবাদ মানবেন না এর প্রতিবাদ করবেন। প্রসঙ্গত দিন তারিখ আগেও প্রচারে বেরিয়ে মেজাজ হারান অধীর রঞ্জন চৌধুরী।
তাকে দেখে গো ব্যাক স্লোগান দিতেই মেজাজ হারান কংগ্রেস প্রার্থী। এক যুবকের দিকে তেরে যান মারতে উদ্যত হন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়েছে। এরপরে আবার রামনবমীতে আক্রান্তদের দেখতে হাসপাতালে যেতেই রণক্ষেত্র কান্ড বাঁধে।