কোচবিহার: কোচবিহার ২ নং ব্লকের পুন্ডিবাড়ি বাজার এলাকায় রোড শো করলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। এদিন দুপুর ১২ টা নাগাদ কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে রোড শো করেন তিনি।
পুন্ডিবাড়ী পৌঁছানোর পর প্রথমেই মঞ্চে দাঁড়িয়ে উপস্থিত বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মিঠুন চক্রবর্তী। পরবর্তীতে পুন্ডিবাড়ি চৌপথি থেকে থানা পর্যন্ত রোড শো করেন তিনি। দুপুর দুটো থেকে ঘোকসাডাঙায় তার জনসভা রয়েছে।
এদিন মিঠুন চক্রবর্তীর রোড শোকে ঘিরে উপচে পড়া হাজার হাজার মানুষের ভিড় লক্ষ্য করা গিয়েছে।