বুথে মোবাইল ফোন নিয়ে ঢুকেছিলেন তৃণমূল কর্মী। অসৎ উপায়ে ভিডিও করবার উদ্দেশ্য নিয়ে বুথে ঢুকেছিলেন বলে অভিযোগ। অস্রাব্য ভাষায় গালিগালাজ লাঠিচার্জ এবং চড় থাপ্পড় মারার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। চলছে বহরমপুর লোকসভা কেন্দ্রের ভোট। সকাল থেকে রাজনৈতিক পারদ তুঙ্গে।
হাই ভোল্টেজ বহরমপুরে হেভি ওয়েটদের লড়াই। বহরমপুর লোকসভার ৫১ এবং ৫২ নম্বর বুথ বরোয়া বিধানসভার অন্তর্গত। হরিবাটি গ্রামে বুথের মধ্যে মোবাইল ফোন নিয়ে ঢুকেছিলেন এক তৃণমূল কর্মী। ভোট দিতে নয় অভিযোগ ভিডিও করতে নাকি ঢুকেছিলেন ওই তৃণমূল কর্মী। তার বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে । বুথ কেন্দ্রেই ছিল পুলিশ। অভিযোগ পেয়ে মাঠে নামেন পুলিশ।
এদিকে ওই তৃণমূল কর্মীকে বুথ থেকে বার করে রীতিমত মারমুখি হয়ে ওঠেন পুলিশ। কর্তব্যরত ওই পুলিশ আধিকারিক লাঠিচার্জ করে তাকে বার করে দেন। ওই তৃণমূল কর্মীকে মারতে থাকেন। প্রতিবাদ করতে গেলে তাকে চড় থাপ্পড় মারা হয়। সেই সংক্রান্ত ভিডিও ফুটেজ প্রকাশ্যে। বুথে সেই সময় লাইনে দাঁড়িয়ে ছিলেন ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষ।
অন্যান্য পুলিশ আধিকারিকরাও ছিলেন। তার মাঝেই ওই তৃণমূল কর্মীকে বেধড়ক পেটাতে থাকেন পুলিশ। তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে দেখা যায়। এরপর ঘটনাস্থল থেকে ঢাকা দ্যান তৃণমূল কর্মী। বুথের লাইনে দাঁড়িয়ে থাকা অন্যান্য গ্রামবাসীদের এদিন সতর্ক করে দিতে দেখা যায় পুলিশকে।