বন্ধুর বাড়িতে এসে মর্মান্তিক পরিণতি এক কিশোরের । জলাশয়ে তলিয়ে যাওয়ার একদিন পর উদ্ধার হল তার মৃতদেহ। ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের লাল ঝামেলা বস্তি এলাকায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের খনন করা জলাশয়ে স্নান করতে গিয়েছিল ওই কিশোর। বৃহস্পতিবার দুপুরে 15 বছরের ওই নাবালক কিশোর ওরাও জলাশয় সাঁতার কাটতে নামে। তার সঙ্গে ছিল আরো তিন বন্ধু। কিশোরের বাড়ি স্থানীয় ওদলাবাড়ী চা বাগানে বন্ধুর বাড়িতে ঘুরতে এসেছিল সে। গরমের ছুটি উপলক্ষে বন্ধুর বাড়িতে ঘুরতে এসে জলাশয় স্নান করতে নেমে আর ওঠা হলো না তার।
খবর পেয়ে নাগরা কাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এরপর খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীদের। তারা ছুটে আসেন। সন্ধ্যা পর্যন্ত জলাশয় বোট নামিয়ে তল্লাশি চালান তারা। কিন্তু তারপরেও কোন সন্ধান পাওয়া যায়নি তার। শুক্রবার সকাল থেকে আবার শুরু হয় তল্লাশি।
জলাশয়র এ প্রান্ত থেকে ও প্রান্ত গভীরে গিয়ে তল্লাশি চালাতে থাকে তারা। বেশ কয়েক ঘন্টা তল্লাশি পর দুপুর নাগাদ ওই বালকের মৃতদেহ উদ্ধার করা হয়।মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় নাগরাকাটা থানার পুলিশ। এদিকে এই খবর তার বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। অগভীর ওই জলাশয় কিভাবে এই ঘটনা ঘটলো তা তদন্ত করে দেখছে পুলিশ।