ওড়িশার জাজপুরে উড়ালপুল থেকে নীচে পড়লো কলকাতাগামী বাস। এই বাস দুর্ঘটনায় মৃত ৫, আহত প্রায় ৩০ জন।সোমবার রাতে ওড়িশায় জাজপুরে ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল। ওড়িশার বারবাটি ব্রিজ থেকে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পুরী থেকে কলকাতাগামী একটি যাত্রিবাহী বাস।
জানা যাচ্ছে এই দুর্ঘটনায় অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত ৩০ জনেরও বেশি। দুর্ঘটনার পরেই তৎপরতার সাথে গুরুতর আহতদের নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়েই পুলিশ এবং দমকল দুর্ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে তুলে সরিয়ে দেয়।