প্লাবিত ঘাটাল,জল বেড়ে আরও একবার জলযন্ত্রণায় ঘাটালবাসী।জলযন্ত্রণার করুণ ছবি ধরা পড়লো ঘাটালের আচার্য পল্লীতে,কাঁধে করে মৃতদেহ নিয়ে জল পেরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ডাঙ্গা এলাকায় সৎকারের জন্য।
বন্যার সমস্যায় এমনিতেই জেরবার ঘাটালবাসী,তার মধ্যে মৃতদেহ সৎকার আরও বেশি যন্ত্রণাদায়ক প্লাবিত এলাকার মানুষদের কাছে।ঘাটালের জল যন্ত্রণার আরেক চিত্র,বানভাসী ঘাটালের পরিস্থিতি এমন যে কেউ মারা গেলে তা সৎকার করার জন্য শুকনো জায়গা খুঁজতে জল এড়িয়ে পাড়ি দিতে হয় বেশ কয়েক কিলোমিটার। এমনই দুর্দশার চিত্র দেখা গেল ঘাটালের আচার্য পল্লী এলাকায়।ঘাটালের আচার্য পল্লী এলাকায় গতকাল রাত্রে মারা যান কিরিটি রঞ্জন আচার্য নামের এক বৃদ্ধ।
কিন্তু সেই মৃতদেহ সৎকার করতে শুকনো জায়গা খুঁজতে রীতিমতো বেগ পেতে হল মৃতের পরিবারের লোকজনদের।মৃতের পরিবারের সদস্যরা জানেন জলযন্ত্রণা এমনিতেই তারা ভোগ করছেন তার উপর আরও বাড়তি সমস্যা হল মৃতদেহ সৎকার।যে স্থানে তাদের মৃতদেহ সৎকার করা হয় সেখানে পৌঁছানো কার্যত অসম্ভব তাই জল পেরিয়ে কয়েক কিলোমিটার হেঁটে মৃতদেহ নিয়ে যেতে হচ্ছে শ্মশানে।ঘাটাল মাস্টার প্ল্যান যেন এখনো সোনার পাথরবাটি ঘাটালবাসীর কাছে।এই নিয়ে একের পর এক বন্যার সম্মুখীন ঘাটালবাসী,এই জলযন্ত্রণা থেকে রেহাই মিলবে কবে? প্রশ্ন ঘাটালের বানভাসি এলাকার মানুষজনের।