Where is the cyclone Dana! What will be the problem in the middle of the night?
সংবাদ জনকণ্ঠ ডেস্ক: ঘূর্ণিঝড় দানা তীব্র সাইক্লনিক স্টর্মে পরিণত হয়েছে। ধীরে ধীরে স্থলভাগের দিকে এগিয়ে আসছে ডানা। গতকাল রাতেই দিঘা উপকূল হয়েছে উত্তাল। মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বর্তমানে অবস্থান করছে এই ডানা যার প্রভাব এবার বাংলায় পড়বে বলেই মনে করছে আবহাওয়া দপ্তর। উত্তর ও উত্তর পশ্চিম দিকে ডানার বর্তমান গতি রয়েছে ঘন্টায় ১৫০ কিলোমিটার। অন্যদিকে ওড়িশার পারাদ্বীপ থেকে ২৮০ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে দানা। ধামারা থেকে ৩১০ কিলোমিটার দূরে অবস্থান করছে এই ডানা।
পশ্চিমবাংলার সাগরদ্বীপ থেকে ৩৭০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে তীব্র ঘূর্ণিঝড় ডানা। শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার রাতের মধ্যেই। বৃহস্পতিবার মধ্যরাত থেকে আগামীকাল সকালের মধ্যে এটি আরো ভয়াবহ ঘূর্ণিঝড়ে পরিণত হবে এরপর ওড়িশা উপকূলে ল্যান্ডফল করবে। ওড়িশার ভিতরকণিকা এবং ধামারার কাছে ভয়ংকর বিপর্যয়ের তৎপরতা রয়েছে। এর প্রভাব থাকবে পুরি সমুদ্র থেকে সাগরদ্বীপ পর্যন্ত।
অন্যদিকে ল্যান্ডফলের সময় এর গতিবেগ সর্বোচ্চ ১২০ কিলোমিটার হতে পারে। পারাদ্বীপ থেকে ৩৩০ কিলোমিটার দূরে অবস্থান করা এই ঘূর্ণিঝড় এখন দাপট দেখাচ্ছে উড়িষ্যার বিভিন্ন প্রান্ত। এদিকে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলার পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা। এইসব জেলায় ক্ষতির পরিমাণ থাকবে বেশি। এছাড়া প্রত্যক্ষ প্রভাব পড়তে পারে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলা হুগলি এবং বাঁকুড়াতে! বর্তমানে এইসব জেলায় জারি রয়েছে হাই এলার্ট। সতর্ক রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পুলিশ প্রশাসন। কন্ট্রোল রুমের সঙ্গে থাকছে সরাসরি যোগাযোগ।